UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ঝালকাঠীর এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

usharalodesk
জুলাই ২৮, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝালকাঠীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার(২৯) আর নেই। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় করোনায় আক্রান্ত হয়ে তিনি বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা স্বামী কে এইচ এম ইমরানুর রহমানও একই আদালতের ম্যাজিস্ট্রেট। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।

সানিয়া আক্তার এবং তার স্বামী কে এইচ এম ইমরানুর রহমানকে ১২ জুলাই ঝালকাঠীতে র‌্যাপিট অ‌্যান্টিজেন টেস্ট করলে তারা উভয়ই করোনা পজেটিভ হন। ইমরানুর রহমানের শারীরিক অবস্থা ভাল থাকলেও সানিয়া আক্তার খুবই অসুস্থ ছিলেন। সানিয়াকে ওই দিনই ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে গত ১৬ জুলাই রাত সাড়ে ৭টায় শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

(ঊষার আলো-আরএম)