UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃতের সংখ্যা নামল একশ’র নিচে

usharalodesk
আগস্ট ২৮, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৯২৬ জনে। এছাড়া দেশে নতুন করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

আজ শনিবার (২৮ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৮৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আর ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

(ঊষার আলো-এফএসপি)