UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু শূন্য দিন, নতুন শনাক্ত ৩৫

pial
এপ্রিল ১৪, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন আক্রান্ত হয়েছে। তবে নতুন কেউ মারা যায়নি। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে ও মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৫ জন। এই নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার দাড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ।

এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ৬ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। আর মোট নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৬৯৬ জন।

(ঊষার আলো-এফএসপি))