UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

usharalodesk
এপ্রিল ২, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনায় আক্রান্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ১ এপ্রিল বৃহস্পতিবার রাতে তিনি নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানিয়েছে। অধ্যাপক নাসিমা সুলতানা তার স্ট্যাটাসে লেখেছেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুক। আমিন।
উল্লেখ্য, অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম ৫ টিকা গ্রহণকারীর একজন। দেশে গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নিয়েছিলেন।

(ঊষার আলো- এম.এইচ)