UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ ৪ দেশ রেড লিস্টে যুক্ত করল যুক্তরাজ্য

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাজ্যের করোনাভাইরাস রেড লিস্টে যুক্ত করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনকে। এটি আগামী ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞা অনুযায়ী, সর্বশেষ ১০ দিনের মধ্যে এসব দেশ থেকে আসা কিংবা এসব দেশে ট্রানজিট নেয়া কাউকে আর ইংল্যান্ডে প্রবেশ করার অনুমতি দেয়া হবে না। তবে বৃটিশ ও আইরিশ নাগরিকরা প্রবেশের অনুমতি পাবে।
সে ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সরকার অনুমোদিত কোয়ারেন্টিন হোটেলে ১০ দিন অবস্থান করতে হবে। হোটেলের ভাড়াও তাদেরকেই বহন করতে হবে। স্কাই নিউজ জানিয়েছে, কোভিড-১৯ এর ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট মোকাবেলায়ই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন ৪ দেশ যুক্ত হওয়ায় এ রেড লিস্টে দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯টিতে।

(ঊষার আলো-এমএনএস)