ঊষার আলো প্রতিবেদক : খুলনা থানা এলাকায় করোনা সংক্রমন প্রতিরোধমূলক অভিযানে সাত জনকে ৩৪ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
সূত্র জানায়, খুলনা থানাধীন বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭জনকে জরিমানা করনে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন তারা। খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানায় আদায়কৃত ৩৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করেন।
(ঊষার আলো-আরএম)