UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে প্যারাগুয়ের তিন মন্ত্রী বরখাস্ত

ঊষার আলো
মার্চ ৭, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্যারাগুয়েতে করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগে সহিংস প্রতিবাদের জের ধরে ৩ মন্ত্রীকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট। রোববার (৭ মার্চ) স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
দেশটিতে করোনা নিয়ন্ত্রণে কোটি কোটি টাকা চুরির অভিযোগ এনে রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ জানান, শিক্ষামন্ত্রী, নারীবিষয়ক মন্ত্রী এবং পূর্তমন্ত্রীকে বদল করা হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যেসব ওষুধ প্রয়োজন, সেগুলো হাসপাতালগুলোতে নেই, শেষ হয়ে গেছে বলে জানান স্বাস্থ্যকর্মীরা। ডানপন্থী সরকারের দুর্নীতিকে দায়ী করেন বিরোধীদলগুলো। নতুন নির্বাচনের আহ্বান জানান তারা। প্যারাগুয়েতে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছে ৩ হাজার ২শ জনা।

 

(ঊষার আলো-আরএম)