UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় শীর্ষ তিনের একজন শেখ হাসিনা

usharalodesk
মার্চ ৬, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনা মোকাবিলায় কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানের মধ্যে শীর্ষ ৩ নেতার একজন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব এবং গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে কোভিড মহামারি মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে তুলে ধরেন।
কমনওয়েলথ মহাসচিব জানান, ‘কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে ৩ জন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হচ্ছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি করোনা মোকাবিলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।

(ঊষার আলো-আরএম)