UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ বাড়ছে, সবাই সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী

pial
জুন ১৩, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবারও বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। সোমবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশে গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত কয়েক মাস দেখেছি যে, দৈনিক ৩০ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। তবে গতকাল (রোববার) দেখেছি, ১০৯ জন সংক্রমিত হয়েছেন। তুলনামূলক সংক্রমণ অনেক বেড়েছে, কাজে আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। সবাইকে বাইরে অবশ্যই আগের মতো বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোওয়াসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে। এসকল বিষয় ভুলে গেলে চলবে না, মাস্ক পরা ভুলে গেলে চলবে না। আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে চাই কারণ, করোনা এখনো নির্মূল হয়নি। আমরা একটা স্বাভাবিক অবস্থায় রয়েছি। আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই- সে বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন যে, করোনায় মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। কাজে সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন ও সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এসবের পাশাপাশি টিকা না নিয়ে থাকলে দ্রুত সকলেই টিকা নিয়ে নেবেন।

(ঊষার আলো-এফএসপি)