UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ রোধে কয়রা উপজেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ

usharalodesk
এপ্রিল ৬, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য খুলনার কয়রা উপজেলায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে কয়রা উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র নির্দেশনা ও সহযোগিতায় কয়রা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফেরদাউস, বেলাল হোসেন বিল্লু, আমিনুর রহমান রাজা, রিজভী, মোক্তারুল ইসলাম, শান্তু, জুবায়েরসহ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু বলেন, আবারও বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মূলত সংক্রমণ বেড়েই চলছে। তাদেরকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা মাস্ক বিতরণ করছি। এসময় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে কয়রা সদরের বিভিন্ন স্থান, কাঁচা বাজার, মোটরসাইকেল চালক, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

(ঊষার আলো-এমএনএস)