UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর্তৃপক্ষের অবহেলায় গাজীপুরে শ্রমিকের মৃত্যু

ঊষার আলো
নভেম্বর ১১, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুর সদরে জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার কর্তৃপক্ষ এবং সহকর্মী মেশিন অপারেটরের অবহেলায় এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে এ দুর্ঘটনায় নিহত নয়ন মিয়া ময়মনসিংহ সদরের চর বড়বিলা (চরঈশ্বরদিয়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় ভাড়া থেকে কারখানায় সহকারী অপারেটর (হেলপার) হিসাবে চাকরি করতেন।

নিহতের স্ত্রী ইমা আক্তার বলেন, আমার স্বামীর রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। পরে কর্তৃপক্ষ তাকে জোর করে আরও দুই ঘণ্টা ডিউটি করায়। তাদের অবহেলার কারণে আমার স্বামী মারা গেছে।

জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সোহেল রানা জানান, নয়ন মিয়ার ডিউটি ছিল রাত ৮টা পর্যন্ত। কাজের চাপ থাকায় তাকে আরও দুই ঘণ্টার জন্য রাখা হয়। টিফিন বিরতির সময় অপারেটর চলে গেলেও নয়ন বস্তা টানছিলেন। টিফিন শেষে অপারেটর এসে তাকে না পেয়ে মেশিন চালু করে, যার ফলে দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জায়ান্ট টেক্সটাইল কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঊষার আলো-এসএ