নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু পরিবহণের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ জরিমানা করা হয়।
জানা গেছে, শনিবার বিকালে মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে উপজেলার বিশরপাশা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুভর্তি একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নৌকার মালিক মো. রইছ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃত তিন শ্রমিক ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপে জড়াবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান। এ সময় এক হাজার ৪০০ ঘণফুট বালু জব্দ করা হয়।
সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় অবৈধবালু পরিবহণের দায়ে এ জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ঊষার আলো-এসএ