UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়া-কুয়াকাটা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ঊষার আলো
মার্চ ৮, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোয়াজ্জেমপুর গ্রামে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মো. রুবেল পাহলয়ান (৩০) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
আজ ৮ মার্চ সোমবার সকালে স্থানীয়রা ঘটনাস্থলের একটি ডোবায় রুবেলের মরদেহ দেখে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহত রুবেল লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া পাহলানের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৭ মার্চ রবিবার রাতে মহিপুর থেকে যাত্রী নিয়ে রুবেল পটুয়াখালী যান। রাতে পটুয়াখালী থেকে ফেরার সময় ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য তা পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 

(ঊষার আলো-এম.এইচ)