UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়া দিনমজুর ও ঘাটশ্রমিকদের মাঝে যুবলীগ নেতার কম্বল বিতরণ

ঊষার আলো
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের লঞ্চঘাটে বসে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ, ঘাট ইজারাদার শামিম ও নুর জামাল খালাসী সহ যুবলীগ, পৌর শ্রমিক লীগ নেতা মামুন মোল্লা, চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হুমায়ুনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শীত নিবারনের কম্বল পেয়ে হাসি ফুঁটেছে ঘাট শ্রমিকদের মুখে।

ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুররসালিন আহম্মেদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে ঘাট শ্রমিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। অন্তত এই কম্বলে তাদের শীত কিছুটা হলেও নিবারন হবে। আমি এসব অহসায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছি।