UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ফাহিম দর্জি (২০) নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। একই সাথে আসামির বাসা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত শনিবার রাতে উপজেলার কচুয়াকাঠী গ্রামের বাসিন্দা সেলিম সর্দারের মেয়ে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জুই আক্তার শিখা (১৫) কে বাসার সামনে থেকে অটোতে তুলে অপহরণ করে নিয়ে যায় জোলাগাতী গ্রামের ফারুক দর্জির ছেলে ফাহিম দর্জি (২০)। এরপরে  ঐদিনই কিশোরীর পিতা সেলিম সর্দার ফাহিমকে আসামী করে কাউখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ রবিবার ভোররাতে অপহরণকারী ফাহিমের নিজ বাড়ি জোলাগাতী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এরপার গ্রেফতার ফাহিমকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলার পরিচালনাকারী এস.আই মজিবর রহমান জানান, কিশোরী অপহরণের ঘটনাটি প্রেম ঘটিত হতে পারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-আরএম)