UsharAlo logo
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

usharalo
মার্চ ৫, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিম আব্দুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের প্রবাসী আল আমিন ফকিরের ছেলে তাসলিম (১৮) বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তাসলিম উপজেলার চিরাপাড়ার গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসছিলো। সে নানা বাড়ির সামনে একটি পাঞ্জেগানা মসজিদে বাসা থেকে বিদ্যুতের লাইন দেয়ার জন্য কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পার্থ মিস্ত্রি তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।