UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে বিমান থেকে পড়ে আফগান ফুটবলার জাকি আনওয়ারি নিহত

ঊষার আলো
আগস্ট ২০, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন কয়েক হাজার আফগান। মার্কিন সেনাবাহিনীর বিমানে করে পালানোর চেষ্টা করেন তারা।

যেখানে বিমানের চাকা ও ককপিটেও মানুষ উঠে যাওয়ার ঘটনা ঘটে। আকাশে ওড়ার পরই বিমান থেকে কয়েকজনের পড়ে যাওয়ার দৃশ্য। সেখানেই ছিলেন আফগান জাতীয় দলের ওই ফুটবলার।

গত সোমবার কাবুল বিমানবন্দরে বিমান থেকে পড়ে দেশটির জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারির মৃত্যু হয়েছে। ১৯ বছর বয়সী জাকি আনওয়ারি আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলতেন। মার্কিন বায়ুসেনার সি-১৭ বিমান থেকে জাকি আনওয়ারি পড়ে গেছেন। তার এ মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেনারেল ডিরেক্টরেট ফর স্পোর্টস।

ধারণা করা হচ্ছে, বিমান উড্ডয়নকালে জাকি আনওয়ারি বিমানের চাকার ল্যান্ডিং গিয়ারে আশ্রয় নিয়েছিলেন। বিমান টেক অফ করার পর যখন ল্যান্ডিং গিয়ার ক্লোজ করা হচ্ছিল ঠিক তখনই তিনি ছিটকে পড়েন।

(ঊষার আলো-আরএম)