UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়ায় কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু

usharalodesk
মার্চ ২১, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় কৃষকের পাতা বৈদ্যুতিক ফাদে রুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ঐ গৃহবধূ উপজেলার ইসলামপুর গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ মার্চ) সন্ধায় রুনা তার বাড়ীর পাশে আলী মিয়ার ক্ষেতের আইলে তার ছাগল আনতে যায়। ক্ষেত মালিক আলিমিয়া ইদুরের প্রকোপ থেকে ক্ষেত সুরক্ষিত রাখতে লোহার কাটাতারের বেড়ায় বৈদ্যুতিক লাইন দেয়। সেই তারে বিদ্যুৎস্পৃষ্টে রুনার মৃত্যু হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসা: রোকসানা খাতুন বলেন, প্রথমিকভাবে একটি সাধারণ ডাইরী করে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)