UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

usharalodesk
মার্চ ২৭, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হেফাজতে ইসলামের ডাকা রবিবারে হরতালে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার(২৭ মার্চ ) সকালে সমিতির কার্যালয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে জানান, হেফাজতের হরতাল বাস চলাচলে কোনো প্রভাব ফেলবে না। রবিবার(২৮ মার্চ ) ঢাকা থেকে সারাদেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। এমনকি ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথাসময়ে ছাড়বে। সব বাস মালিকের সাথে কথা বলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হতাহতের পর এক ভিডিও বার্তায় এ হরতালের ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

(ঊষার আলো-আরএম)