UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু

usharalodesk
আগস্ট ৩১, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ওই আসামরি নাম ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২)। সে ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের পুত্র, কারাগারে তার কয়েদী নং-৭৯৩৯/এ।

সোমবার দিবাগত রাত সোয়া ২টায় অসুস্থ হয়ে যান ফজলুর রহমান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, ঢাকার ধানমণ্ডি থানায় দায়েরকৃত হত্যা মামলায় আদালত ফজলুর রহমান তন্ময়কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। এছাড়া তিনি অপর একটি মামলায় অস্ত্র আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

(ঊষার আলো-আরএম)