UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মিরে জঙ্গিদের গুলিতে টিকটক স্টারের মৃত্যু

pial
মে ২৬, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ভারত-শাসিত কাশ্মিরে লস্কর জঙ্গিদের হামলায় প্রাণ হারালো অভিনেত্রী ও গায়িকা আমরিন ভাট। এই ঘটনায় আমরিনের ১০ বছর বয়সী ভাতিজা গুরুতর আহত হয়েছে।

কাশ্মীর পুলিশ জানায়, বুধবার (২৫ মে) রাত ৮ টার দিকে বদগামের চদোরা এলাকায় এ ঘটনাটি ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, ওইদিন রাতে ৩ সশস্ত্র জঙ্গি আমরিনের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এই সময় আমরিনের ঘাড়ে গুলি লাগে এবং গুলিবিদ্ধ হয় ঘটনাস্থলে উপস্থিত থাকা তার ভাতিজাও। এরপর রাতেই ২ জনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আমরিনকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসকরা।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বেশ জনপ্রিয় ছিলেন আমরিন। পাশাপাশি তার টিকটক ভিডিও খুবই জনপ্রিয় ছিল। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও নিজের গানের ভিডিও আপলোড করতেন তিনি। কি কারণে তাকে হত্যা করা হলো তা এখনও কাশ্মীর পুলিশের কাছে স্পষ্ট নয়।

(ঊষার আলো-এসএইস)