UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে হামলায় নিহত হয়েছেন সদ্য বিবাহিত নৌ অফিসার

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কাশ্মীরের পেহেলগামে এ হামলা হয়। এতে ২৬ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর এক অফিসারসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সদ্যবিবাহিত তরুণ অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন।

ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল হরিয়ানার কারনালের বাসিন্দা। তিনি পহেলগামের সন্ত্রাসী হামলায় মর্মান্তিকভাবে নিহত হন। নারওয়াল সম্প্রতি বিয়ে করেছিলেন এবং কাশ্মীরে ছুটি উপভোগ করছিলেন।

প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কোচিতে কর্মরত ওই কর্মকর্তা ১৬ এপ্রিল বিয়ে করেন। বিয়ের পর ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন তিনি। ১৯ এপ্রিল তার বিবাহের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নারওয়াল মাত্র দুই বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। সন্ত্রাসী হামলায় তার মৃত্যুতে পরিবার, সম্প্রদায় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, নারওয়ালের ভবিষ্যত উজ্জ্বল ছিল।

গণমাধ্যমে তার এক প্রতিবেশী নরেশ বনসাল বলেন, ‘চার দিন আগে তার বিয়ে হয়েছিল। সবাই খুব খুশি ছিল। হঠাৎ আমরা খবর পেলাম যে, বন্দুকধারীরা তাকে হত্যা করেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’

মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাম এলাকায় পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছেন।

হামলার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা রাজ্যের বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে অংশ নেন। এছাড়া বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ এবং কুপওয়ারার স্থানীয়রা বিক্ষোভ করেন।

 এদিকে, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, পহেলগাম সন্ত্রাসী হামলায় মহারাষ্ট্রের পাঁচজন পর্যটকও প্রাণ হারিয়েছেন।

 এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ হামলাকারীদের ধরতে অনন্তনাগের পহেলগামের বৈসরান এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

ঊষার আলো-এসএ