UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কায়রোয় দক্ষিণাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু ১১

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মিসরের রাজধানী কায়রোয় দক্ষিণাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০০ মানুষ।
রোববার কায়রো থেকে মনসুরার নাইল ডেল্টা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ট্রেনটি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আকস্মিক ভয়াবহ রেল দুর্ঘটনায় মুহূর্তেই বদলে যায় গোটা দৃশ্য। মিসরের রাজধানী কায়রোর একটি রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে মাত্র ৪০ কিলোমিটার দূরেই দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকের এ ঘটনায় হতাহত হয়েছে শতাধিক মানুষ।
স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মনসুরা এলাকার নাইল ডেল্টা শহরের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি।
দুর্ঘটনার পরপরই চারদিকে আত্মচিৎকার আর আতংক ছড়িয়ে পড়ে। একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে ঘটনাস্থলে। জড়ো হয় শত শত মানুষ। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে হাসপাতালে।
এর আগে মার্চে মিসরে ২ টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু আর ২ই শতাধিক আহন হয়েছে। এ ছাড়া গত সপ্তাহেই আরেকটি ট্রেন বগিচ্যুত হয়ে ১৫ জন আহত হয়েছিল। তবে দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে যাতে ট্রেনে আগুন লেগে যায় এবং প্রাণ হারাণ ৩৭০ জনের বেশি যাত্রী।

(ঊষার আলো- এম.এইচ)