ক্রীড়া ডেস্ক : চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝ পথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। ৩৮ বছর বয়সী অশ্বিনের জায়গায় শেষ দুই টেস্টের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে তানুশ কোটিয়ানকে। স্বাভাবিকভাবেই এই ক্রিকেটারকে নিয়ে আগ্রহ জন্মেছে ভক্তদের মাঝে। অশ্বিনের জায়গায় প্রথমবার সুযোগ পাওয়া কে এই ক্রিকেটার?
ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা কোটিয়ানের বর্তমান বয়স ২৬। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে ঘরোয়া ক্রিকেটে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাকে। যেখানে নজর কেড়েই জাতীয় দলে খেলার অপেক্ষায় রয়েছেন তিনি।
অশ্বিনের মতো কাটিয়ানও একজন বোলিং অলরাউন্ডার। অশ্বিন যেমন ধারাবাহিক পারফর্ম করে গেছেন, স্পিন বোলিং অলরাউন্ডার কোটিয়ানও দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন। সর্বশেষ রঞ্জি ট্রফিতে টুর্নামেন্টে ব্যাট হাতে ৫০২ রান ও বল হাতে ২৯ উইকেট নিয়েছেন তিনি। দলটে রঞ্জি ট্রফি জিতিয়ে নিজে হয়েছেন সিরিজসেরা।
তাছাড়া মুম্বাইকে ২৭ বছর পর ইরানি কাপ জেতাতেও বড় ভূমিকা রাখেন কোটিয়ান। রেস্ট অব ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ১১৪। কোটিয়ানের দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে যখন ১২৫ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই। বল হাতেও ৩ উইকেট নেন কোটিয়ান।
সব মিলিয়ে কোটিয়ান প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩৩টি। ১০১ উইকেট নিয়েছেন, সঙ্গে ৪১.২১ গড়ে ১৫২৫ রানও আছে। অর্থাৎ অশ্বিনের বিকল্প হিসেবে ধারাবাহিক পারফর্মারকেই বেছে নিয়েছে নির্বাচকরা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তিন ম্যাচ শেষে এখন ১-১ সমতা, আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে ফের মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া।
ঊষার আলো-এসএ