UsharAlo logo
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরীকে গণধর্ষণ : অভিযুক্ত রিয়াদ গ্রেফতার

ঊষার আলো
জানুয়ারি ৮, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: সাম্প্রতিক সময়ে আলোচিত ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুল পড়ুয়া আদিবাসী গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মূল অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।