UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুতুপালং ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ড

usharalodesk
মার্চ ১, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের একটি পরিত্যক্ত সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কেউ কেউ হতাহত হননি।বুধবার (১ মার্চ) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।ওসি মোহাম্মদ আলী বলেন, কুতুপালং ট্রানজিট সেন্টারে আগুন লাগার খবর জেনেছি। তবে কোনো হতহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

কুতুপালং এলাকার বাসিন্দা নুরুল আমিন বলেন, বিভিন্ন জায়গা থেকে আসা রোহিঙ্গাদের জড়ো করে ট্রানজিট সেন্টারে  রাখা হয়। সেখান থেকে বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়। এই সেন্টারগুলো ছিল প্লাস্টিকের ত্রিপলে মোড়ানো। গতকাল দিবাগত রাতে হঠাৎ আগুন লাগে। তবে আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে নাকি অন্য কোনো কারণে লেগেছে তা জানা যায়নি।

ঊষার আলো-এসএ