ঊষার আলো রিপোর্ট : কোটা ইস্যুতে বিক্ষোভ মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ একাধিক আন্দোলনকারী আহতের খবর পাওয়া গেছে।
‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার পথে কোটবাড়ি এলাকায় আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
ঊষার আলো-এসএ