UsharAlo logo
মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমারখালী গড়াই নদীর ওপর রেল ব্রিজের স্লিপারে আগুন

usharalodesk
এপ্রিল ৮, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুষ্টিয়া কুমারখালী গড়াই নদীর ওপর রেল ব্রিজের স্লিপারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা।
আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সকালে নদীর ওপর রেল ব্রিজের স্লিপারে আগুন দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রেল কর্তৃপক্ষ রেল যোগাযোগ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখেন। আগুনে পুড়ে যাওয়া ওই রেলের স্লিপার দ্রুত পাল্টে দেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কুমারখালীর ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছে।

(ঊষার আলো- এম.এইচ)