ঊষার আলো রিপোর্ট : কুমিল্লায় ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকার মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই এলাকার মৃত মোস্তফা ভূইয়ার ছেলে আমির হামজা।বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।
তিনি বলেন, ২০১৮ সালের ৫ মার্চ কুমিল্লার মনোহরগঞ্জে বড় বোনকে ধর্ষণের জন্য যান বাচ্চু মিয়া এবং আমির হামজা। কিন্তু বড় বোনকে না পেয়ে তারা ১০ বছরের ছোট বোনকে ধর্ষণ করেন। এ সময় সে বাবাকে বলে দেবে বললে, তাদের ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে জখম করে চলে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।