UsharAlo logo
সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুম্ভমেলা থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ নেপালি নিহত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ নেপালি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রয়াগরাজ থেকে ৯ জন নেপালি নাগরিককে নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনার পর পাঁচজন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা গুরুতর আহত হন। আহতদের শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং একটি চাকা গাড়ির ভেতরে ঢুকে পড়ে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, গাড়ির এয়ারব্যাগ সময়মতো কাজ না করায় দুর্ঘটনার প্রভাব আরও মারাত্মক হয়েছে।

নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ঊষার আলো-এসএ