UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াশা ও শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ঊষার আলো
ডিসেম্বর ৭, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

 ঊষার আলো রিপোর্ট : দেশের বিভিন্ন অঞ্চলে শেষরাতে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছড়া দিনের তাপমাত্রাও কমতে পারে সামান্য। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার এমন অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

তবে আগামী ৯ ডিসেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ঊষার আলো-এসএ