UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ

ঊষার আলো
মে ৯, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনাভাইরাস এর কারণে লকডাউন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও গরীব-দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সামগ্রী কুষ্টিয়া জেলা পরিষদ এর অর্থায়নে বিতরণ করা হয়। রবিবার (৯ মে) দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান যোদ্ধা হাজী রবিউল ইসলাম এর উপস্থিতিতে দুঃস্থ অসহায় অস্বচ্ছল ও গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল আলম শফিকুল আজমসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থবছরের জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল ও গরীব-দুস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চালডাল সেমাই-চিনি তেল লবণসহ অন্যান্য উপকরণ।

(ঊষার আলো-এমএনএস)