UsharAlo logo
বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কুষ্টিয়ার খোকসায় বিট পুলিশিং এর বৈঠক

usharalodesk
মে ১২, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের পুলিশিং কার্যক্রমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের জয়ন্তীহাজরা বাজারে বিট পুলিশিং কার্যক্রমের বৈঠক অনুষ্ঠিত হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এ সময় ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, জয়ন্তীহাজরা ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হবে। আমি কোন অবস্থায় কোন হাতুড়ি বাহিনীর কাউকে দেখতে চাই না। এমনকি যারা প্রশ্রয় দেয় তাদেরকেও আমি দেখতে চাই না। প্রয়োজনে কম্বিং অপারেশন করে হলেও আমি নির্মূল করব। তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী কাউকেই ছাড় দেয়া হবে না। আইনে সর্বোচ্চ প্রয়োগ করতে হলেও করব।
তিনি আরও বলেন, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা রক্ষার্থে রক্ষার্থে সকল জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন সদস্য, এলাকাবাসী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

(ঊষার আলো-এমএনএস)