UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার লালন শিল্পীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

ঊষার আলো
মে ১, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা পেলেন কুষ্টিয়ার অস্বচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা। শনিবার (১ মে) দুপুরে ছেঁউড়িযায় লালন একাডেমীতে ৬৯ জন লালন সঙ্গীত শিল্পীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ২৫ জন অস্বচ্ছল সঙ্গীত শিল্পীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)