UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নিখোঁজের চারদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

ঊষার আলো
মে ১১, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে চার দিন পরে নিখোঁজ শিশুর অর্ধগলিত বস্তা বন্দী লাশ প্রতিবেশী ছপের মালের বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী জানান, গত শুক্রবার (৭ মে) সকাল ৯টার সময় নিখোঁজ হন দাড়েরপাড়া গ্রামের সরিফুলের ১৮ মাস বয়সের ছেলে আরাফাত। নিখোঁজের চার দিন পরে সোমবার (১০ মে) অনুমানিক বেলা ১১টার দিকে প্রতিবেশী ছপের মালের বাড়ি থেকে দুরগন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে ছপের মালের বাড়ি তল্লাশি করলে ঘরের ভিতর মাচার ওপর থেকে শিশু আরাফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ সময় ছপের মালের স্ত্রী কহিনুর (৬৫) কে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, আরাফাত নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ এবং কহিনুর নামে একজনকে আটক করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)