UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

usharalodesk
মে ১৪, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে গিয়ে ঈদের দিন দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) দুপুরে কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের গোরস্থান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু বড়ুরিয়া গ্ৰামের রঞ্জুর ছেলে মোঃ ইয়ামিন (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ মে) দুপুরে বাড়ি থেকে গোসল করতে গড়াই নদীতে যায় ইয়ামিন, ইয়ামিনের মামাতো ও ফুফাতো ভাই। দুইজন গোসল করতে নদীতে নামলে ইয়ামিনের পানিতে ডুবে মৃত্যু হয়।
এই সময় স্থানীয়রা ইয়ামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঊষার আলো-এমএনএস