ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংহরিয়া গ্রামের কৃষক জিয়া মন্ডল (৪০) বজ্রপাতে মারা গেছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত কৃষক জিয়া মন্ডল খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘোরিয়া গ্রামের মৃত ছলিমদ্দিন মণ্ডলের ছেলে। রবিবার (১৬ মে) সন্ধায় হঠাৎ কালবৈশাখী ঝড় উঠে আসে। অন্যান্য দিনের মতো কৃষক জিয়া মন্ডল (৪০) নিজ পাট ক্ষেতে জমিতে নিড়ানী দিচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই বিকট আওয়াজে বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয় ও প্রতিবেশীরা আহত জিয়া মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে কৃষক জিয়া মন্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ঊষার আলো-এমএনএস)