UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় লকডাউনে এনজিওর দৌরাত্ম্য!

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষর আলো ডেস্ক : বাইরে তালা, ভেতরে সব খোলা। চলছে কার্যক্রম, স্বাস্থ্য বিধিও যেখানে উপেক্ষিত। তোলা হচ্ছে কিস্তি, বিক্রয় করা হচ্ছে পণ্য। কুষ্টিয়ায় কঠোর লকডাউনে যখন সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, জনসাধারণের চলাচলও করা হচ্ছে নিয়ন্ত্রণ।
এমনকি অটো, রিকশাসহ সব ধরণের যান চলাচলেও আনা হয়েছে নিষেধাজ্ঞা। বিপর্যস্ত জনজীবন, সেই সময় কুষ্টিয়ায় চলছে পুরোদমে এনজিওর কার্যক্রম। যা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই আক্ষেপ করে বলেছে, বিধি নিষেধ শুধু গরিবের জন্য, রক্ত চোষাদের জন্য নয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কঠোর লকডাউনের মধ্যে চৌড়হাস আদর্শপাড়া এনজিও আস্থা পুরোদমে চালাচ্ছে তাদের কার্যক্রম। সরকারের বিধি নিষেধকে অমান্য করে করোনা মধ্যে অফিস খোলা রেখে আনা হচ্ছে গ্রাহকদের। যদিও আস্থার ম্যানেজার মাহফুজের দাবি, মানবিক কারনে গ্রাহকদের সেবা দিতেই খোলা রাখা হয়েছে প্রতিষ্ঠান।
এদিকে দিশা, টিমএসএস, জাগরনী ও ব্র্যাকসহ কুষ্টিয়ার সকল এনজিওর কার্যক্রম চলছে আপন গতিতে। খোলা রাখা হয়েছে অফিস, ফোনে চাওয়া হচ্ছে কিস্তি। নেই প্রশাসনিক কোন নজরদারী। ফলে বিপর্যস্ত জনজীবনকে করে তুলেছে আরো বিপর্যস্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক জানায়, লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও এনজিওর কিস্তি বন্ধ নেই। অফিস থেকে তাদের বলে দেয়া হয়েছে সব বন্ধ থাকলেও কিস্তি দিতে হবে।
এ বিষয়ে দিশা এনজিওর ম্যানেজার তানজিলা খাতুন জানায়, তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে অফিসিয়াল কিছু কাজের জন্য অফিস খোলা রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এ ধরণের ঘটনা ঘটলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-এমএনএস)