ঊষার আলো ডেস্ক : খুলনা কৃতি ফুটবলার শেখ নওশের আলী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। শনিবার (১৮ ডিসেম্বর) রাত ৭টার দিকে শাহাপুরস্থ থুকড়া গ্রামের নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
কৃতি এই ফুটবলার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন এ্যাসোসিয়েশন সভাপতি এ্যাড. আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।
অপরদিকে অনুরূপ বিবৃতি দিয়েছেন এসবি আলী ফুটবল একাডেমির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন একডেমির প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিমসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।