UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষ্ণনগর এলাকা হতে পরিত্যক্ত ১৮ টি ককটেল উদ্ধার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে রয়েছে।
এমন খবর পেয়ে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল সেখানে যায় এবং সংবাদের সত্যতা খুঁজে পায়।

পরবর্তীতে র‌্যাব-৬ এর অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম ১৮ টি ককটেল উদ্ধার করে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। ককটেলগুলি অত্যন্ত শক্তিশালী গোলাবারূদ দ্বারা তৈরী যা বিস্ফোরন হলে যানবাহনে আগুন ধরে যাওয়া এবং আরোহীদের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল।

উক্ত বিষয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।