UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেএমপি’র পুরস্কার ঘোষিত ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র পুরস্কার ঘোষিত তালিকাভুক্ত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সাকিবুর রহমান ওরফে জিতু (৩৩), জাহাঙ্গীর হোসেন মিয়া (৪৫), শাওন (২৪) এবং সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ(২৮)। আজ মঙ্গলবার সকালে কেএমপি’র ডিবি পুলিশ অভিযান চালিয়ে খুলনা মহানগরী সঙ্গীতা হোটেল থেকে তাদের আটক করা হয়।

কেএমপি’র সদর দপ্তরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) কেএমপি’র পুরষ্কার ঘোষিত ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার বিকেলে এক প্রেসবিফ্রিংয়ে এসব তথ্য তুলে ধরেন কেএমপির এডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম এ- অবস) মো: কুতুব উদ্দিন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এদেরকে গ্রেপ্তারের বিষয়ে ইতিমধ্যে কেএমপির কমিশনার পুরষ্কার ঘোষনা করেছিলেন। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, চাদাবাজিসহ ১৪ টি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। যার মধ্যে একটি মামলায় সে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি। শাওনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলার রয়েছে।