খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটানা থানাধীন আরাফাত আবাসিক এলাকা থেকে
গাজা বিক্রেতা মোঃ আব্দুল হাই (৫৫) কে ৫০০ গ্রাম গাজাসহ আটক করেন। গ্রেফতারকৃত আব্দুল হাই আরাফাত আবাসিক প্রকল্প এলাকার বাসিন্দা কুদ্দুস হাওলাদারের পুত্র।
ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত মোঃ আব্দুল হাই এর বিরুদ্ধে ইতোপূর্বে ০৭ টি মাদকের মামলা রয়েছে।তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঊষার আলো-এসএ