UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেএমপি ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ১

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)’র ডিবি পুলিশের অভিযানে ১৪ বোতল ফেনসিডিলসহ মো: জাহাঙ্গীর ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

শনিবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টায় খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর যমুনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর কাশিপুর এলাকার বাসিন্দা মৃত জামাল ফকিরের ছেলে। কেএমপি ডিবি পুলিশ আজ রোববার জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো: জাহাঙ্গীর ফকিরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঊআ/বিএস