UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডি চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হোয়ার গৈারব অর্জন করেছে। স্বাগতিক বাংলাদেশ ফাইনালে প্রতিপক্ষ কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমার্ধে পিছিয়ে থেকেও ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে ট্রফি জিতল বাংলাদেশ কাবাডি দল।
ভলিবল স্টেডিয়ামে শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধ ভালো কাটেনি স্বাগতিকদের। বাংলাদেশ ১০-১৮ পয়েন্টে পিছিয়েই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়েরা দেশকে উপহার দেয় আন্তর্জাতিক ট্রফি।
এর আগে লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশসহ মোট পাঁচ দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো দেশের মাটিতে আয়োজন করা হয় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ ২০২১।

(ঊষার আলো-এমএনএস)