UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে দ্রুতগামী বাস কেড়ে নিল পথচারীর প্রাণ

ঊষার আলো
জানুয়ারি ২৫, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা-মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় দিলু মিয়া (৬০) নামের এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে ঘন কুয়াশায় রাস্তার ওপর পড়ে থাকা মরদেহ দেখতে না পেয়ে একাধিক বাস দেহের ওপর দিয়ে চলে গেলে দেহটি ছিন্ন-ভিন্ন হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। নিহতের পরনের পোশাক দেখে আত্মীয়-স্বজনরা লাশ শনাক্ত করে। নিহত দিলু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া পূর্বপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

সে আব্দুল্লাহপুর এলাকায় একটি আবাসিক প্রকল্পে (সাউথ টাউনে) অফিসে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, ঘন কুয়াশার কারণে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঊষার আলো-এসএ