UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরের ভেরচী নিমতলা সেবাশ্রমে ৫ দিনব্যাপী মহানাম সংকীৰ্ত্তন

koushikkln
মার্চ ২০, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : কেশবপুরের শ্রীশ্রী মহাপ্রভুর ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রম সেবকবৃদের সার্বিক পরিচালনায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীৰ্ত্তন বুধবার (১৬ই মার্চ) থেকে শুরু হয়েছে ২৩তম ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীৰ্ত্তন-এর রোববার (২০ মার্চ) ছিল শেষ দিন। এ উপলক্ষে কেশবপুর, পাইকগাছা, সাতক্ষীরা, কলারোয়া, খুলনা, যশোর, নাভারনসহ বিভিন্নস্থান থেকে হাজারো ভক্তের ঢল নেমেছিল সেবাশ্রমে।
নামামৃত পরিবেশনায় ছিলেন-পটুয়াখালীর কানু গোপাল সম্প্রদায় (মাস্টার-বিমল), গোপালগঞ্জের গোকুল কৃষ্ণ সম্প্রদায় (মাস্টার-গৌতম), ঢাকার শান্তি নিকেতন সম্প্রদায় (মাস্টার-কানাইলাল), মঠবাড়ীর নিত্যানন্দ সম্প্রদায় (মাস্টার-প্রিয়নাথ), খুলনার নব নিত্যানন্দ সম্প্রদায় (মাস্টার-সুভাষ), বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায় (মাস্টার-অমলেন্দু) ও কেশবপুরের ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সম্প্রদায়।
আচার্য্য ও সেবাকার্যে নিয়োজিত গৌড়ীয় ভক্তিবিনোদ গোষ্ঠীর অন্যতম আচার্য্য ১০৮ শ্রী শ্রীল কৃষ্ণদাস গোস্বামী প্রভুপাদ (কান্তি চক্রবর্তী)। সহযোগিতায় শ্রী সঞ্জয় দাস ও শ্রী অজিত কৃষ্ণ দাস সেবায়েত, শ্রীশ্রী মহাপ্রভুর ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রম।
উপস্থিত ছিলেন, চুকনগর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সবার প্রিয় শিক্ষক কালীপদ রায়, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান হাবিব, প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল, আ’লীগ নেতা গাজী সিদ্দিকুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর ফকির, ইউপি সদস্য সরদার জিয়াউর রহমান, আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তী, ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মহাদেব পাল, সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক পরিতোষ গাঙ্গুলী, কোষাধ্যক্ষ সুশান্ত কুমার সুর, চিকিৎসা সেবায় নিয়োজিত ডাঃ পরেশ চন্দ্র রায়, সদস্য জয়দেব কুমার বৈরাগ্য, প্রমূখ।