UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ছাত্রলীগ নেতা সারাফাত  হোসেন সোহান স্মরণে সভা ও দোয়া 

koushikkln
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি :  কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ডে কেশবপুর উপজেলা ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান-এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত বক্তব্য দেন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজী, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মহিলা কাউন্সিল মনিরা খানম, আওয়ামী লীগ নেতা হাসান মোড়ল, মাস্টার লুৎফর রহমান, মাওলানা কপিল উদ্দিন, ব্যাবসায়ী কামরুজ্জামান, আব্দুল কুদ্দুস, জসিম উদ্দিন প্রমূখ
এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাবাসীরা।