UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কেসিসির সাবেক প্যানেল মেয়র আ’লীগ নেত্রী শুনু গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ২০, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট মেমোরি সুফিয়া রহমান শুনু (৪৮) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আড়ংঘাটা থানাধীন রায়ের মহল পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর বিএনপির অফিস অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিবির ওসি তৈমুর ইসলাম।
ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার বিকেলে আড়ংঘাটা থানাধীন নগরীর রায়েরমহল পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা শেখ মো: ফারুক আহমেদের স্ত্রী।

 ঊআ-বিএস