UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম-সচিব

usharalodesk
জুন ১৩, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শষ্যায় উন্নিত করণের কাজ পরিদর্শন করলেন যুগ্ম-সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজম। শনিবার তিনি এ কাজের অগ্রগতি দেখেন ও খোঁজখবর নেন।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রশিদ জানান, গেল বছর কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় উন্নিত করনের কাজ শুরু হয়। শনিবার এ কাজের অগ্রগতি দেখতে আসেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন) মোঃ সাইফুল্লাহিল আজম। তিনি এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের কাজ ঘুরে ঘুরে দেখেন। এছাড়া তিনি কমপ্লেক্স চত্বরে একটি নারকেল গাছের চারা রোপন করেন। এর আগে সচিবকে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনস্যালটেন্ট গাইনি আয়েশা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ফারুক হোসেন,মেডিকেল অফিসার ডাঃ নির্ঝর সাহা, ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, ডাঃ রমিজ উদ্দিন তপু। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো, নার্সসহ কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)