ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কোভিড-১৯ (করোনা) মহামারী কালীন খুলনা জেলার ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট নির্ধারিত ৪৫ (পয়তাল্লিশ) জন ব্যক্তিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রেরিত আর্থিক অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক, খুলনা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব এস, এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য মনোয়ার আলী মনু, ফয়সাল আহম্মেদ পপা, সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃ বেলাল হোসেন।